BLACK iz এস.ই.ও. এক্সপার্ট
এক্সপার্টসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার
এটা বলার অপেক্ষা রাখে না এস.ই.ও. (SEO) নিয়ে আমাদের দেশের প্রফেশানাল , স্টুডেন্ট সহ সবার মাঝে বেশ আগ্রহ । সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেইসবুকে এস.ই.ও. (SEO) কে ঘিরে অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে উঠেছে। সেখানে অনেক আলোচনা হয় । প্রায় নির্দিষ্ট একটা বিষয়কে ঘিরে । অনেকে শেখার ক্ষেত্রে অনেক সমস্যার কথা বলে থাকেন। সবার সমস্যা এক হয় না । অনেকে বলে থাকেন তারা গাইডলাইন পাচ্ছেন না, অনেকে বলেন কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পাচ্ছেন না । অনেকে আবার ক্যারিয়ার হিসাবে এস.ই.ও. (SEO) কেমন হবে বুঝতে পাচ্ছেন না । এমন কিছু সমস্যার সমাধান করতেই BLACK iz এর একটি কল্যান মুলক উদ্যগ "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট"।
.

"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" এ অংশগ্রহন করে আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ এক্সপার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার। দিন দিন ওয়েব-সাইটের জন্য অপরিহার্য একটি বিষয় হয়ে উঠছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" এ অংশগ্রহন করতে আপনার কোন প্রকার ফি কিংবা অভিজ্ঞতার প্রয়োজন নেই।
.
এস.ই.ও. (SEO) দিয়ে কি হবে ?কি হয় না এস.ই.ও. (SEO) দিয়ে ? এস.ই.ও. (SEO) বর্তমান সময়ের এমন একটি বিষয় যেটা Freelancer দের কাছে Hot Cake এর মতো । সম্পূর্ণ ভার্চূয়াল অফিস স্টাইলে কাজ করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে সহজে এবং খুব দ্রুততার সাথে অর্থ উপার্জন করা যায় একমাত্র এস.ই.ও. (SEO) এর কাজ করে । অনলাইনে এস.ই.ও. (SEO) এর কাজ করার জন্য রয়েছে অনেক গুলো মা্র্কেট প্লেস । যেমন :
• www.freelancer.com
• www.odesk.com
• www.elance.com
• www.scriptlance.com
.
সহ আরও অনেক মার্কেট প্লেস । যে মা্র্কেট প্লেস গুলোতে কাজ করে সহজেই উপার্জন করতে পারি বিপুল পরিমান অর্থ । তাই আর দেরি না করে আজই "BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" -এ (অনলাইন ফোর্মের মাধ্যমে) রেজিস্টার করে নিন। কোর্সটি সম্পুর্ন ফ্রী তবে প্রত্যেককে মাত্র ৫০০ টাকা দিয়ে রেজিস্টার করতে হবে।
╚ BLACK iz এস.ই.ও. এক্সপার্ট প্রশিক্ষণ টি যাদের জন্যঃ
• যারা ফ্রিল্যান্সিং নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান ।।
• যাদের এস.ই.ও. (SEO) নিয়ে বিজনেস করার চিন্তাভাবনা আছে অথবা ফ্রিল্যান্সিং করতে চান ।
• যারা এস.ই.ও. (SEO) সম্পর্কে কিছুই জানেন না কিন্তু , জানার আগ্রহ আছে, ফ্রিল্যান্সিং এর জন্য ।
• যাদের এস.ই.ও. (SEO) সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক ধারণা আছে, কিন্তু কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন না ।
• গ্রুপ ভিত্তিক এস.ই.ও. (SEO) করে যারা এগুতে চান ।।
.

কোর্সটিতে যা থাকবেঃ
ক্লাশ শুরুঃ ১০ জুলাই ২০১৩
• এসইও কি, এসইও কতপ্রকার, এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের ইউ আর এল (URL) রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র্যাংক সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা।
• একটি ওয়েব-সাইটের A to Z এস.ই.ও. (SEO)সমাধান।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা এস.ই.ও. (SEO) টিপস।
"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" সম্পর্কে অন্যান্য তথ্যঃ
• মোট ক্লাস সংখ্যা ১২-১৬টি ।
• কোর্সের মেয়াদ ১.৫-২ মাস ।
• কোর্স শুরু প্রতি মাসের ১ম শুক্রবার-শনিবার ।
• সময় বিকাল ২.৩০ থেকে সন্ধ্যা ৪ টা পর্যন্ত।
• স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড ।
"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" প্রশিক্ষন নিতে আগ্রহিদের করনীয়ঃ ২ মাসের কোর্সে শাপ্তহিক ক্লাস ২টা করে সম্পূর্ণ কোর্সে ক্লাস ১৬-১৮টি । কোর্সটি সম্পূর্ণ ফ্রি ( ১০০০টাকা রেজিস্ট্রেশন ফি থাকছে ) করানো হচ্ছে তাই মাসে মাত্র ২ টা ব্যাচ নির্ধারণ করা হয়েছে । এক এক ব্যাচে ১৫-২০ জনের বেশি শিক্ষার্থী নেয়া হবে না ।
"BLACK iz এস.ই.ও. এক্সপার্ট" সম্পর্কে বিস্তারিত জানতে ফোন- করুন ০১৭১৭৬৯৫৬৩১, ০১৬৭১৫০২৩৯৬, ০১৯১১৭৭১৩৯৮,০১৬১১৭৭২৩৯৮, ০১৭১৭৬৯৫৬৩১ । ।
