ইয়াসির আহমেদ মিলান
ইয়াসির আহমেদ মিলান BLACK iz IT Institute এর সবচেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ লেচারার । তিনি লেকচারার হিসবে তার ক্যারিয়ারের ১০ বছরের বেসি পারকরেছেন । বর্তমানে তিনি Mentor's-এ একজন সিনিয়র লেচারার হিসেবে এবং Future Zen Int.স্কুলের প্রিন্সিপাল এবং OSSLBS তে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন । BLACK iz IT Institute এর কোর্স সম্পর্কিত জ্ঞান ছারাও তিনি মাস্টার্স করেছেন সাংবাদিকতা বিষয়ে । তার উদ্বুদ্ধ করার সহজাত দক্ষতা দিয়ে তিনি সবসময় ক্লাসে একটি ভিন্ন পরিবেশ তৈরি করে রাখেন ।
বর্তমানে BLACK iz IT Institute ফ্রিলাঞ্চিং স্কিল এবং ক্লাইন্ট কমিনিকেসন ও অনলাইন মার্কেটের কোর্সের ট্রেনার হিসাবে কাজ করছেন । এই বিষয় গুলো ছারাও অনলাইন মার্কেট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শম্পরকে তার বিশেষ আগ্রহ রয়েছে ।
আমরা BLACK iz IT Institute এর সাথে ইয়াসির আহমেদ মিলান কে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি এবং প্রার্থনা করি ইয়াসির আহমেদ মিলান যেন BLACK iz IT Institute এর সাথে শেষদিন পর্যন্ত থাকবেন। BLACK iz IT Institute চায় এর সকল সফলতায় তার সমান অংশিদারিত্ত থাকুক।
ইয়াসির আহমেদ মিলান সম্পর্কে আরো কিছু তথ্যঃ
Name : |
ইয়াসির আহমেদ মিলন
|
---|---|
Designation : | সিনিয়ার শিক্ষক
|
Phone No.: | ০১৯১১৭৭২৩৯৮,০১৬১১৭৭২৩৯৮ |
Email : | mmm@black-iz.com , menafa_joy@yahoo.com |
Qualifications: | Masters in Journalism |
Specalist in : | Freelancing and Outsourcing skills and online market |
Teaching skills : | Online Learning Skills & |
Professional Involvement : | Working as a Chairmen in Future group and OSSLBD also working as lecturer in Mentors |
Facebook : | www.facebook.com/ |
SkyPe: | help.blackiz |