নাজমুল হোসাইন (রিয়াদ)
নাজমুল হোসেন (রিয়াদ) BLACK iz IT Institute এর সিনিয়র লেকচারা । তিনি BLACK iz IT Institute সাথে বেশ প্রথম থেকেই থেকেই রয়েছেন। BLACK iz IT Institute এর কোর্স সম্পর্কিত জ্ঞান ছারাও তিনি গ্রাজুয়েশন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ।
বর্তমানে BLACK iz IT Institute ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট কোর্স এবং বাসিক পিএইচপি কোর্সের ট্রেনার হিসাবে রয়েছেন। এই বিষয় গুলো ছারাও অনলাইন মার্কেট এবং প্রোগ্রামিং শম্পরকে তার বিশেষ আগ্রহ রয়েছে ।
আমরা BLACK iz IT Institute এর সাথে নাজমুল হোসাইন (রিয়াদ)কে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি এবং প্রার্থনা করিনাজমুল হোসাইন (রিয়াদ) যেন BLACK iz IT Institute এর সাথে শেষদিন পর্যন্ত থাকবেন। BLACK iz IT Institute চায় এর সকল সফলতায় তার সমান অংশিদারিত্ত থাকুক।
নাজমুল হোসাইন (রিয়াদ) সম্পর্কে আরো কিছু তথ্যঃ
Name : |
নাজমুল হোসাইন (রিয়াদ)
|
---|---|
Designation : | পার্মানেন্ট লেকচারার
|
Phone No.: | ০১৯১১৭৭২৩৯৮,০১৬২২১৭৩১২৫ |
Email : | riad@black-iz.com |
Qualifications: | BSC in Computer Science & Engineering |
Specalist in : | Search Engine Optimization |
Teaching skills : | Web Design & Development |
Professional Involvement : | Web Design , Development & PHP |
Facebook : | www.facebook.com/ |
SkyPe: | help.blackiz |