মোহাম্মাদ মেহেদী মেনাফা
মোহাম্মাদ মেহেদী মেনাফা BLACK iz IT Institute আর অশম্ভব অভিজ্ঞ ও সিনিয়র লেকচারার । তিনি BLACK iz IT Institute সাথে শুরু থেকেই রয়েছেন। এই পর্যন্ত তিনি তিনটি ইন্সিটিউটের লেকচারার হিসবে কাজ করেছেন । BLACK iz IT Institute এর কোর্স সম্পর্কিত জ্ঞান ছারাও তিনি বি এস সি করেছেন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ।
বর্তমানে BLACK iz IT Institute এর এসইও কোর্স, ওয়েব ডিজাইনিং কোর্সে সহ অন্নান্য কিছু কোর্সের ট্রেনার হিসাবে রয়েছেন। এই বিষয় গুলো ছারাও ফোটোগ্রাফি এবং গ্রাফিক্স ডিজাইনে তার বিশেষ আগ্রহ রয়েছে । তার হবি গুলোর মদ্ধে ব্লগিং অন্যতম ।
আমরা BLACK iz IT Institute এর সাথে মোহাম্মাদ মেহেদি মেনাফা কে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি এবং প্রার্থনা করি মোহাম্মাদ মেহেদি মেনাফা যেন BLACK iz IT Institute এর সাথে শেষদিন পর্যন্ত থাকবেন। BLACK iz IT Institute চায় এর সকল সফলতায় তার সমান অংশিদারিত্ত থাকুক।
মোহাম্মাদ মেহেদি মেনাফা সম্পর্কে আরো কিছু তথ্যঃ
Name : |
মুহাম্মাদ মেহেদী মেনাফা
|
---|---|
Designation : | পার্মানেন্ট লেকচারার
|
Phone No.: | ০১৯১১৭৭২৩৯৮,০১৬১১৭৭২৩৯৮ |
Email : | mmm@black-iz.com , menafa_joy@yahoo.com |
Qualifications: | E E E |
Specalist in : | sss |
Teaching skills : | sss |
Professional Involvement : | sss |
Facebook : | www.facebook.com/ |
SkyPe: | help.blackiz |