প্রফেশনাল ওয়েব ডিজাইনিং কোর্স
ওয়েব ডিজাইনিং বলতে বুঝায় একটি নির্দিস্ট পক্রিয়া অনুশরন করে সম্পুর্ন রুপে একটি ওয়েব ডিজাইন করা। BLACK iz IT Institute এর ওয়েব ডিজাইনিং কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে এতে অংশগ্রহন করে যে কেউ খুব সহজেই একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে পারে।
বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডিজাইন। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন।
প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র:
একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
BLACK iz IT Institute এর ওয়েব ডিজাইনিং কোর্সটি করলে যা পারা যাবেঃ
• সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
• সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
• জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
• ড্রিম-ওয়াভারের মাধ্যমে ওয়েব ডিজাইন।
• টেম্পলেট/থিম এডিটিং এবং ওয়েব ডিজাইনিং।
• ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
• বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
• ডোমেইন প্যানেল পরিচিতি।
• সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
• ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
• ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
• পিকচার/ছবি ইডিটিং করা।
• ভিবিন্ন ভাষায় ওয়েব ডিজাইন করা।
• ডাইনামিক ওয়েব ডিজাইন।
• রেস্পন্সিভ সাইট ডিজাইন।
• স্টেটেস্টিক ওয়েব ডিজাইনিং।
BLACK iz IT Institute এর ওয়েব ডিজাইনিং কোর্সটি অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ
- প্রতিদিনের লেকচার সীট আঁকারে প্রদান করা হবে।
- প্রতিটি ক্লাস শেসে ক্লাস্টির প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হবে।
- ওয়েব ডিজাইন এর উপর কিছু বাংলা ভিডিও টিউটরিয়াল প্রদান করা হবে।
- সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা পাবে।
- প্রফেশনাল ওয়েব ডিজাইনার -দের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়।
ভর্তি সংক্রান্ত
কোর্সের সময়সীমাঃ কোর্সের মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণএবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট ।
প্রশিক্ষণ ফিঃ ১,০০০ টাকা রেজিস্ট্রেশন এবং ৭,০০০ টাকা কোর্স ফি। মোট ৮,০০০ টাকা। এককালীন যারা ৭,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৪,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।
রেজিস্ট্রেশন নিয়মঃ কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্চুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে সফল রেজিস্ট্রেশন এর পর আমাদের এডমিনিস্ট্রেশন থেকে ফোন করে বিস্তারিত জানান হবে। কোর্সের প্রথম ক্লাশের দিন উল্লেখিত ফি সহ অংশগ্রহন করতে হবে।
সীট সংখ্যাঃ আমরা প্রতিটি ওয়েব ডিজাইন ব্যাচে মাত্র ১০ জন নেই।
কিছু তথ্যঃ আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। মোট প্রশিক্ষন ফি: ৭,০০০ টাকা। "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনিং ক্লাসের স্থানঃ কলাবাগান বাসস্টান্ড, (ধানমন্ডি ৮ নং) MABS কোচিং সেন্টার, ভবনের ২য় তলা।
যোগাযোগ: ০১৯১১-৭৭২২৩৯৮, ০১৬১১-৭৭২২৩৯৮
ফেসবুক গ্রুপঃ www.facebook.com/blackizitinst
E-mail: institute@black-iz.com
Website: www.inst.black-iz.com