মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সঃ
এখন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি অফিসেই সকল প্রকার কাজ করা হয় মাইক্রোসফট অফিস এর মাধ্যমে। টাইপিং থেকে শুরু করে নোটিশ, গ্রাফ, চার্ট, রিপোর্ট সীট, স্প্রেড শিট সহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন পর্যন্ত সকল কাজ করা হয় মাইক্রোসফট অফিস এর মাধ্যমে এবং এখন পর্যন্ত এর কোন বিকল্পও নেই। এমনকি অনেক অনেক ক্ষেত্রে লোগো ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ডিজিটাল ইমেজ প্রসেসিং, ওয়েব ব্যানার ডিজাইন, ওয়েব অ্যাড নির্মান, বুক কভার ডিজাইন ইত্যাদি কাজও মাইক্রোসফট অফিস এর মাধ্যমে করা হয়ে থাকে।।
BLACK iz IT Institute মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সটি সম্পন্ন করে যে কোন ব্যাক্টি উল্লেক্ষিত বিষয় সহ আরও অনেক কিছু তৈরি করতে পারবে শুধুমাত্র মাইক্রোসফট অফিস ব্যবহার করে। উল্লেখ্য মাইক্রোসফট অফিস এর রয়েছে অনেকগুলা ভারসন এক্সপি/2003/ 2007/2010/2013 ইত্যাদি। প্রতিটা ভারসনেই কম বেশি পার্থক্য রয়েছে। এ কথা মাথায় রেখে BLACK iz IT Institute মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে একজন ব্যক্তি এই কোর্সটি সম্পুর্নে করে খুব সহজেই অফিসের প্রতিটি ভারসনে কাজ করতে পারবে (অর্থাৎ এক্সপি/2003/ 2007/2010/2013) । ।
BLACK iz IT Institute মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সে যে সকল বিষয় থাকবেঃ
• মাইক্রোসফ্ট ওয়ার্ড 2003/ 2007/2010/2013
╚ টাইপিং বেসিক কন্সেপ্ট।
╚ যেকোন প্রকার টাইপিং কাজ।
╚ লেখার ভিবিন্ন ডিজাইন করা।
╚ পেজ লেয়-আউট সেটাপ করা।
• মাইক্রোসফ্ট এক্সেল 2003/ 2007 /2010/2013
╚ স্প্রেড শিট ডিজাইন করা।
╚ লজিক কোড।
╚ রিপোর্ট সীট তৈরি করা।
╚ অ্যানালাইজার পেজ ডিজাইনিং।
╚ গ্রাফ বা চার্ট ডিজাইন করা।
╚ মাইক্রোসফট এক্সেল স্প্রেড শিড বিশ্লেষণ।
• মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট 2003/ 2007/ 2010/2013
╚ স্লাইড শো তৈরি করা।
╚ টেমপ্লেট ডিজাইনিং।
╚ প্রেজেন্টেসন তৈরি করা।
╚ ভিবিন্ন প্রকার কার্ড
╚ এক্সেল টু পাওয়ার পয়েন্ট (গ্রাফ)।
╚ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন।
BLACK iz IT Institute মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সটিতে অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ
- প্রতিটি ক্লাস শেসে ক্লাসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন দেওয়া হবে।
- মাইক্রোসফট অফিস এর উপর কিছু বাংলা ভিডিও টিউটরিয়াল।
- মাইক্রোসফট অফিস রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা পাবে।
- প্রফেশনাল মাইক্রোসফট অফিস এক্সপার্টদের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়।
ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
কোর্সটির ফী ৫,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটি ৬ শপ্তাহের অর্থাৎ দের মাসের । ক্লাসের সংখ্যা সপ্তাহে ২ দিন শুক্র ও শনি বার । যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে BLACK iz IT Institute এ গ্রাফিক্স ডিজাইন কোর্সটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যতেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।
BLACK iz মাইক্রোসফট অফিস কোর্স্টি সম্পর্কে আরও কিছু তথ্যঃ
মোট ক্লাস সংখ্যা: ২২-২৪টি। (২.৫-৩ মাস)
প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
মোট আসন সংখ্যা ১০ জন।
স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড, MABS ভবনের ২য় তলা
Phone : 01671502396,01717695631
Email : institute@black-iz.com
Website : www.inst.black-iz.com