ওয়ার্ডপ্রেস সিএমএস কাস্টোমাইজেসন কোর্স
ওয়ার্ডপ্রেস কি? : ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব সফটওয়্যার যাকে সিএমএস (CMS-Content Management System)বলা হয় । যার মাধ্যমে সাইট/ব্লগের কন্টেন্ট সহজেই সাজাতে এবং কাস্টোমাইজেসন করতে পারবেন । ওয়ার্ডপ্রেস সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে তার কারন হল এর ব্যবহারের সহজবোধ্যতা। এছাড়াও অনলাইন বিশ্বে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন এর চাহিদা ব্যাপক ।
কেন শিখবেন ওয়ার্ডপ্রেস?
ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার যা ফ্রিতে ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন করে খুব সহজেই মাত্র কয়েক মিনিটে একটি ওয়েব সাইট তৈরি করা যায় । আর এ কারণেই বিশ্বব্যাপী এই সিএমএস এর এত জনপ্রিয়তা।
ওয়েবসাইটের কনটেন্টগুলোকে সহজেই ম্যানেজ করার জন্য প্রয়োজন কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা অনেক ব্যয়বহুল। এক্ষেত্র ওয়ার্ডপ্রেসই সবার প্রথম পছন্দ। সিএমএসগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস এর এত জনপ্রিয়তার কয়েকটি কারণ হল- এর ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস, খুব সহজেই কোন ফিচার যোগ করতে পারার সুবিধা এবং সার্চ ইঞ্জিন বান্ধব স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেস প্রথমে ব্লগিং সফটওয়্যার হিসেবে যাত্রা শুরু করলেও, বর্তমানে পোর্টফোলিও সাইট থেকে শুরু করে কর্পোরেট, অনলাইন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, ইকমার্স সাইট পর্যন্ত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়ে থাকে। এ ছারাও ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন এর মাধ্যমে আপনি যে কোন ধরনের সাইট ডিজাইন করতে পারবেন । ওয়ার্ডপ্রেস এর হাজার হাজার ফ্রি থিম এবং প্লাগইন এই কাজটিকে আরও সহজ করে দিয়েছে!
কেন ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন সেখা প্রয়োজনঃ
বর্তমান অনলাইন দুনিয়া এখন ডাইনামিক, সিএমএস বা সহজে অপারেট যোগ্য ওয়েবসাইটের দিকে ঝুকছে । আর সেই পরিবর্তন মূলত আসছেই ওয়ার্ডপ্রেস এর হাত ধরে ।
ইন্টারনেটে জনপ্রিয় ১০ লাখ ওয়েবসাইটের ১৬.৭ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। যেসব ওয়েবসাইট কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ( সিএমএস ) ব্যবহার করে থাকে তারা শতকরা ৫৫.১ ভাগ ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন বা ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে থাকে। অন্য এক সমীক্ষায় জানা গেছে, প্রতিদিন ১ লাখের বেশি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এর ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তাছাড়া জনপ্রিয় সংবাদ সংস্থা সিএনএন, রয়টার্স, ফোর্বস, সোশ্যাল মিডিয়া নিউজ ব্লগ ম্যাশেবল এর ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আমি কেন ওয়ার্ডপ্রেস শিখবেন না ? যখন এক সমীক্ষায় জানা গেছে, ওয়ার্ডপ্রেস এর ব্যবহারকারীদের শতকরা ৩৫ ভাগ প্রিমিয়াম থিম অথবা নিজের কাস্টোমাইজ করা থিম ব্যবহার করে থাকেন। আর প্রতিদিন ১ লাখ নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। এখানে ৩৫ শতাংশ প্রিমিয়াম ব্যবহারকারী ধরলে প্রতিদিন নতুন নতুন গ্রাহক তৈরি হচ্ছে ৩৫ হাজার। বছরে নতুন গ্রাহক হচ্ছে ১ কোটি ২৭ লাখ। আর প্রচুর ব্যবহারকারী যেহেতু নিজেদের মত করে ডিজাইন তৈরি করে নেন তাই এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেশনের কাজের ক্ষেত্রও ব্যাপক। পাশাপাশি প্লাগইন ডেভেলপমেন্ট সেক্টরেও ব্যাপক কাজের সুবিধা রয়েছে।
বাংলাদেশি অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন যারা ফ্রিল্যান্সার এবং ওডেস্ক সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ঘন্টায় ৩০ থেকে ৪০ ডলার রেটে কাজ করে থাকেন। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন এর কাজ শুরু করতে পারেন ন্যূনতম ১০ থেকে ১২ ডলার প্রতি ঘন্টা রেটে। অর্থ্যাৎ দিনে যদি কেউ ৮ ঘন্টা কাজ করেন তবে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রাথমিক আয় শুরু হবে প্রতি দিন ৮০ থেকে ১০০ ডলার, মাসে ৩ হাজার ডলার। আর এক্ষেত্রে আয়ের কোন লিমিটেশন নেই বললেই চলে । ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন ও ডেভলপমেন্ট শেখা জন্য কি আরও কিছু জানার দরকার আছে বলে কনে করেন ?
কোর্সটিতে যা থাকবেঃ
১. সি প্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটলেসন ।
২. পেইজ, মেনু তৈরি কন্টেন্ট তৈরি এবং পোস্ট পদ্ধতি ।
৩. প্লাগিন ইন্সটলেসন এবং অ্যাডমিন প্যানেলের ব্যবহার ।
৪. ইমেজ ইনপুট, ছবির গ্যালারি, অডিও, ভিডিও ইত্যাদি সাইটে যোগ করার প্রক্রিয়া ।
৫. স্পাম প্রোটেকশন সিস্টেম ।
৬. ডাটাবেজ মেন্টেনেন্স ও ব্যাকআপ ।
৭. হিট কাউন্টার ও ভিজটর ট্র্যাকিং ।
৮. ইউজার বেইজ কন্ট্রোল প্যানেল ।
৯. ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন (থিম এবং প্লাগিন)
১০. সিএমএস কন্ট্রোল এবং অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ম্যানেজমেন্ট ।
১১. আরও অনেক...
ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
আমাদের এসইও কোর্সটির ফী ২,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন কোর্সটি ৬ শপ্তাহের অর্থাৎ দের মাসের । ক্লাসের সংখ্যা শপ্তাহে ২ দিন শুক্র ও শনি বার । যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে BLACK iz ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন কোর্সটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যতেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।
BLACK iz ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন সম্পর্কে আরও কিছু তথ্যঃ
মোট ক্লাস সংখ্যাঃ ১২-১৪টি। (১-১.৫ মাস)
প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
মোট আসন সংখ্যা ৩০ জন।
স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড, MABS ভবনের ২য় তলা
যোগাযোগ: ০১৯১১-৭৭২২৩৯৮ , ০১৬১১-৭৭২২৩৯৮
E-mail: institute@black-iz.com
Website: www.inst.black-iz.com