ব্যসিক ওয়েব প্রোগ্রামিং/পিএইচপি কোর্স।

 

BLACK iz IT Institute এর ব্যসিক পিএইচপি কোর্সটি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। এই কোর্সটিতে শুধু মাত্র ব্যসিক পিএইচপি নিয়ে আলোচনা করা হবে।

ব্যসিক ওয়েব প্রোগ্রামিং/পিএইচপি কোর্স

সহজ কথায় পিএইচপি একটি ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিন্ন ভাবে বললে বলতে হবে পিএইচপি মূলত হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার মাধ্যমে ভিবিন্ন প্রকার ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা হয়। আর এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারনা দেওয়াই আমাদের ব্যসিক পিএইচপি কোর্সের মুল উদ্দেশ্য।

ব্যসিক ওয়েব প্রোগ্রামিং/পিএইচপি কোর্স

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব বা অনলাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং পিএইচপি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। তাই পিএইচপি এর গুরত্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কেন পিএইচপি শিখবেন:
১. ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য।
২. ই-কমার্স সাইট বানাতেও পিএইচপি এর প্রয়োজন।
৩. ব্যসিক পিএইচপি হচ্ছে ওয়ার্ড প্রেসের প্রান।
৪. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

 

ব্যসিক পিএইচপি দিয়ে কি কি করা যায়:


পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ১. কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন, লগিন করবেন এই সিস্টেম টা পিএইচপি দিয়ে তৈরী ।
৩. সাইটের ভিজিটর হিসাব ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী ।
৪. র্সাচ অপশন ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী ।
৫. কমেন্ট সিস্টেম ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী ।
৬. পোস্ট সিস্টেম ব্যসিক পিএইচপি কোড দিয়ে তৈরী ।
৭. বর্তমানের সবেচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৮. যে কোন ওয়েব র্সাভার কনফিগার করতে পারবেন ।
৯. ডায়নামিক ওয়েবসাইট এর প্রানই হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

 

আমাদের কোর্স টিতে যা থাকছেঃ

পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
• Variables
• Statement or condition
• Operators (অপারেটোর)
• Loop (লুপ)
• Arrays (অ্যারেস)
• Functions (ফাংশন)
• String Functions
• Database (ডাটাবেস)

 

আমাদের এই কোর্সের আওতায় নিম্নের প্রজেক্টগুলো করান হবে:


1. Basic Registration & Login system.
2. Comment System.
3. Free Mail Function.

পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

 


ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ

 


কোর্সের সময়সীমাঃ ৮ দিন! রিয়েল প্রজেক্টঃ ১ মাসের।

প্রশিক্ষণ ফিঃ
৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১,৫০০ টাকা কোর্স ফি। মোট ২,০০০ টাকা।
রেজিস্ট্রেশন নিয়মঃ কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্চুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
 
অনলাইনে সফল রেজিস্ট্রেশন এর পর আমাদের এডমিনিস্ট্রেশন থেকে ফোন করে বিস্তারিত জানান হবে। কোর্সের প্রথম ক্লাশের দিন উল্লেখিত ফি সহ অংশগ্রহন করতে হবে।

সীট সংখ্যাঃ আমরা প্রতিটি ব্যাচে মাত্র ২০ জন নেই।
কিছু তথ্যঃ আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি।
ক্লাসের স্থানঃ কলাবাগান বাসস্টান্ড, (ধানমন্ডি ৮ নং) MABS কোচিং সেন্টার, ভবনের ২য় তলা।

যোগাযোগ: ০১৯১১-৭৭২২৩৯৮ , ০১৬১১-৭৭২২৩৯৮
ফেসবুক গ্রুপঃ www.facebook.com/blackizitinst
ই-মেইলঃ institute@black-iz.com

Tel: 01911772398, 01611772398
E-mail: institute@black-iz.com
Website: www.inst.black-iz.com

পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

 

Best IT Solution and Service Provider From BangladeshSMS Marketing Solution BangladeshBest Web Designed Company BangladeshSoftware Bangladesh - Where technology Meets BuissinessInterior Design, Exterior Design, Interior Exterior, Bangladeshi Interior Design FirmThe new century represents an exciting period of change in the computer industry and the dot com world. Demand for people with the Information and technology knowledge or skills are growing at a great rate. If you want to success in the world you have to be a friend with the information and technology. BLACK iz IT Institute the bridge between you and the IT. - See more at: http://inst.black-iz.com/#sthash.zFA7J6av.dpufAbout BLACK iz, BLACK iz Limited,  Concern of BLACK iz Limited , Social Activities of BLACK iz ,  Mission of BLACK iz, iNEXTerior Interior & Exterior, About BLACK iz Limited,  BLACK iz Happy Client's Opinions, BLACK iz Highly Dedicated Team Members , e Marketing Analyzer | SMM, SEO , BLACK iz IT Institute, 01 No. Building,  MABS Coaching Center Building, Kalabagan Bus Stand, Dhanmondi, Dhaka 1207, Bangladesh Dhaka

আমাদের কোর্স সমুহঃ

ব্লাক-আইজ আইটি ইন্সটিটিঊট আয়োজিত কোর্স সমুহ হচ্ছে ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্রফেশনাল ওয়েব ডিজাইনার, অ্যাডভান্স এসইও, এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন, ব্যসিক পিএইচপি, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, ডায়নামিক ওয়েবসাইট কাস্টমাইজেশন, মাইক্রোসফট অফিস, স্প্রেড শিট অ্যানালাইজ, মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন, ফটো এডেটিং।

 

আমাদের কিছু ছবিঃ

more

ফোকাসড কোর্স সমুহঃ

  • অ্যাডভান্স এসইও বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই।
  • ওয়েব ডিজানিং এই যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডিজাইন। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে...।

আমাদের ঠিকানাঃ